সাতক্ষীরার কলারোয়ায় পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েশনের অভিষেক
সাতক্ষীরার কলারোয়ায় পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে নতুন প্রতিষ্ঠিত এ সংগঠনটি।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
আগামি জুলাই মাসে উপজেলার প্রান্তিক পর্যায়ের পল্লী প্রাণী চিকিৎসকদের নিয়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ঘোষনা দিয়ে উপজেলা চেয়ারম্যান লাল্টু বলেন, ‘আগে মনে করা হতো ভারত থেকে গরু বা গরুর মাংসা না আসলে আমাদের চলবে না, এখন তো গরু আসে না, এতে আমাদের আরো ভালো চলছে। কারণ স্থানীয় খামারী ও যারা গরু লালন-পালন করেন তারা উপকৃত হচ্ছেন। এমনকি বাংলাদেশ থেকে গরুর মাংস বিদেশে রপ্তানি হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘গরু-ছাগলসহ গবাদী পশু লালন-পালনের মাধ্যমে অনেকেই আজ স্বাবলম্বী। তাদের পাশে সরকার ছিলো, থাকবে।’
পরে তিনি ইউনুস আলীকে সভাপতি ও আলী হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেন।
আয়োজক কমিটির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ আলোচক ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ মো. আবু নসর।
বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল্লাহ আল হাবিব, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, অবসরপ্রাপ্ত সাব-এসিসট্যান্ট লাইভস্টক অফিসার আকবর আলী ও আসাদ আলী, ভেট ফারিয়ার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো কলারোয়া নিউজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাংবাদিক এমএ মাসুদ রানা।
পরে বিশেষ দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ সুলতান মাহমুদ।
এসময় উপজেলার সকল এলাকায় প্রাণী চিকিৎসাসেবায় নিয়োজিত ১০৭ জন পল্লীডাক্তা এ্যাসোসিয়েশনের ফরম পূরণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এইচএসসি পাশ ৩৭জন, বিএ পাশ ৩৩জন ও এমএ পাশ ৩৫জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন