সাতক্ষীরার কলারোয়ায় বিদায়ী ও নবাগত দুই স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা
সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী ও নবাগত দুই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বদলিজনিত কারণে ডাক্তার জিয়াউর রহমানকে বিদায়ী ও নতুন যোগ দেয়া ডাক্তার মাহবুবর রহমান সান্টুকে আগমনী সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মরতরা এ সংবর্ধনার আয়োজন করেন।
সংবর্ধিত ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট, মুসলিম শরীফ, বোখারী শরীফ ইত্যাদি উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে আবেগাপ্লুত ও নানান স্মৃতিময় বক্তব্য রাখেন বিদায়ী ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান।
তিনি বলেন, ‘আমি কলারোয়ায় যোগদানের কিছুদিনের মধ্যেই মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। এখানে কর্মরত ২ বছরে মূলত করোনা প্রতিরোধে নানান কর্মযজ্ঞতায় ব্যস্ত থাকতে হয়েছে। সকলের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য বিভাগের অবকাঠামোগত, চিকিৎসাসেবা ও অন্যান্য বিষয়গুলো পরিবর্ধন-পরিমার্জনের চেষ্টা করেছি।’
নবাগত ইউএইচ এন্ড এফপিও মাহবুবর রহমান সান্টুর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (এমওডিসি- রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার গাজী আশিক বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, ডাক্তার রনজিত হালদার, নার্স শামিমা আক্তার, ল্যাব টেকনিশিয়ান আল মামুন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পিয়াস কুমার দাস, স্বাস্থ্য পরিদর্শক নূর মোহাম্মদ, সহকারী পরিদর্শক গোলাম সরোয়ার, সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক, নার্স, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অতিসম্প্রতি কলারোয়া থেকে শ্যামনগরে যোগদান করেছেন ডাক্তার জিয়াউর রহমান ও সাতক্ষীরা থেকে কলারোয়ায় যোগদান করেছেন ডাক্তার মাহবুবর রহমান সান্টু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন