সাতক্ষীরার কলারোয়ায় ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের আত্মপ্রকাশ
সাতক্ষীরা জেলার কলারোয়ার ৯ নং হেলাতলা ইউনিয়ন পরিষদ হলরুমে শুক্রবার (৮ জুলাই) সকাল ১০.৩০ মিনিটে চেয়্যারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্ত্বে “মানবতার টানে, উৎসাহী মোরা রক্তদানে” এই শ্লোগানে “দূর্নীতি ও মাদকমুক্ত স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা”ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের আত্নপ্রকাশ হযেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মোঃ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবার উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা, সাতক্ষীরা আল মুমিন ব্লাড ব্যাংকের প্রতিনিধি মুশফিকুর রহমান রিজভী। শান্তির প্রতীক কবুতর উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি সহ উপস্থিত অতিথি বৃন্দ।একজন রুগীকে তাৎক্ষণিক স্বেচ্ছায় রক্তদান করেন জাহিদ।
এছাড়া এই অনুষ্ঠানে সেরা অভিভাবক ফারহান আল ফারুক,সংগঠনের স্বপ্নদ্রষ্টা আল মুজাহিদ নাঈম, ও মুনতাসীর মামুন,এবং সেরা রক্তদাতা কে ক্রেষ্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ইমরান হোসেন, রাজু আহমেদ, শাহ আলম, ফারহান, ফারুক হোসেন, নাঈম আল মুজাহিদ, হাফেজ আইনাল হোসেন,লেখক মোঃ আফজাল হোসেন, সাংবাদিক ফারুক রাজ, মোঃ তরিকুল ইসলাম সহ সকল সদস্য গন।ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ইতালি প্রবাসী মোঃ রায়হান বাসার জানান, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, অসহায় ও দরিদ্র মানুষের আর্থিক সহায়তা করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান, বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রায়হান বাশার হেলাতলা সহ কলারোয়ার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক সমাজের সহযোগিতা কামনা করছেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন