সাতক্ষীরার কলারোয়ায় মসজিদে মসজিদে শবে মিরাজের আলোচনা ও দোয়ানুষ্ঠান
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় পবিত্র শবে মিরাজ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মসজিদে মসজিদে আলোচনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ মার্চ) এশার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে শবে মিরাজের আলোচনা ও বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন মুসল্লিরা।
কলারোয়া বাসস্ট্যান্ড জামে মসজিদে আলোচনায় অংশ নেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো.আবু নসর, আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা আকবর হোসেন প্রমুখ। সেখানে দোয়া পরিচালনা করেন মসজিদে পেশ ইমাম হাফেজ হাফিজুর রহমান।
অনুরূপভাবে কলারোয়া থানা জামে মসজিদে আলোচনা ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন মসজিদে মাগরিব ও এশার নামাজের পর শবে মিরাজের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.) হিযরতের পূর্বে রজব মাসের ২৭ তারিখ নবীজি (সা.) আল্লাহ তায়ালার অশেষ রহমতে উর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং আল্লাহ তায়ালার সঙ্গে সাক্ষাত লাভ করেন। এটি পবিত্র শবে মিরাজ নামে পরিচিত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন