সাতক্ষীরার কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত
কলারোয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ছাত্র ঐক্য পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারী শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় কলারোয়া বাসস্ট্যান্ড সংলঘ্ন বিশ্বাস মার্কেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন সাতক্ষীরা জেলা ছাত্র ঐক্য পরিষদের আহব্বায়ক সুজন বিশ্বাস ও বাইবেল পাঠ করেন উপজেলার সদস্য সবুজ বিশ্বাস।
অনুষ্ঠানে উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহব্বায়ক উজ্জল দাশের সভাপতিত্বে এবং সদস্য সচীব গোপাল ঘোষ বাবুর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্র ঐক্য পরিষদের আহব্বায়ক সুজন বিশ্বাস।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ রায়।
বিশেষ অতিথি হিসেবে ও বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি জয় দাস। আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহব্বায়ক সৌমিক দত্ত, সদস্য আদিত্য কুমার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন