সাতক্ষীরার কলারোয়ায় ৮৬২০ জন পাবেন টিসিবি’র পণ্য
স্বল্প মূল্যে পণ্য বিক্রয়ের লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৮৬২০ জন পাবেন টিসিবি’র পণ্য। ২০ মার্চ থেকে নির্দিষ্ট তারিখে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নির্ধারিত স্থানে টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন সুবিধাভোগী কার্ডধারীরা।
শনিবার (১৯ মার্চ) বিকালে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘উপজেলার ৭জন সরকার কর্তৃক অনুমোদিত টিসিবি ডিলারদের কাছ থেকে উপকারভোগী কার্ডধারীরা পবিত্র রমজান মাসের মধ্যে দুই কিস্তিতে স্বল্পমূল্যে ২ কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা), ২ কেজি মুসুর ডাল (প্রতি কেজি ৬৫ টাকা) ও ২ লিটার সোয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা) মোট- ৪৬০ টাকা প্যাকেজ মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন।’
ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘অসহায়-দুস্থদের মাঝে স্বল্প মূল্যে পণ্য বিক্রয়ের লক্ষ্যে তালিকা প্রণয়ন করা হয়েছে। ২০ মার্চ পৌরসভা ও জালালাবাদ ইউনিয়নের ১৭০৭ জন কার্ডধারীদের এই টিসিবি’র পন্য সামগ্রি বিতরণের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হবে। আগামি ২৪ মার্চের মধ্যে কলারোয়া উপজেলার প্রথম ধাপের ৮৬২০ কার্ডের পণ্য বিতরণ শেষ করা হবে।’
টিসিবি পণ্য বিক্রয়ে প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী- ২০ মার্চ কলারোয়া পৌরসভার ১১০৭ জন ও জালালাবাদ ইউনিয়নের ৬০০ জন কার্ডধারীর পন্য বিতরণ করা হবে যথাক্রমে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর ও সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে, ২১ মার্চ যুগীখালি ইউনিয়ন পরিষদের ৪৫৮ জন ও কেঁড়াগাছি ইউনিয়নের ৮০০ জন কার্ডধারীর পণ্য বিতরণ করা হবে যথাক্রমে যুগীখালি ইউনিয়ন পরিষদ চত্বর ও কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে, ২২ মার্চ সোনাবাড়িয়া ইউনিয়নের ৭৫৬ জন ও দেয়াড়া ইউনিয়নের ৬৩৩ জন কার্ডধারীর পন্য সামগ্রী বিতরণ করা হবে যথাক্রমে সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে, ২৩ মার্চ হেলাতলা ইউনিয়নের ৬৯৪ জন ও কয়লা ইউনিয়নের ৩৮০ জন কার্ডধারীর পণ্য বিতরণ করা হবে যথাক্রমে হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বর ও শ্রীপতিপুর মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে ও ২৪ মার্চ কেরালকাতা ইউনিয়ন পরিষদের ৭০৫ জন, চন্দনপুর ইউনিয়নের ৯৩৮ জন ও জয়নগর ইউনিয়নের ৪৪৫ জন কার্ডধারীর পণ্য বিতরণ করা হবে যথাক্রমে কাজিরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বর ও খোর্দ্দ বাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।
সংবাদ সম্মেলনে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘মুজিব শতবর্ষে এই রমজানে সমগ্র দেশ ব্যাপী সরকার ১ কোটি নিন্ম আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে পন্য বিতরণের পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলায় ৮৬২০টি কার্ডধারী পরিবারের মধ্যে এই টিসিবি’র পন্য সামগ্রী বিতরণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
টিসিবি’র এই পণ্য বিতরণে প্রত্যেক ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার ও কলারোয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, জুলফিকার আলি, সরদার জিল্লুর, শেখ জাকির হোসেন, আরিফুল হক চৌধুরী, আলম হোসেন, সোহাগ হোসেন, ফারুক হোসেন রাজ, তরিকুল ইসলাম, এসএম ফারুক হোসেন, ডিলারদের পক্ষে ওহিদুজ্জামান, রফিকুল ইসলাম, অফিস স্টাফ আব্দুল মান্নান, আকাশ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন