সাতক্ষীরার কলারোয়া গম বোঝাই ট্রাক উল্টে খাঁদে
সাতক্ষীরার কলারোয়ায় গম বোঝাই একটি ট্রাক খাঁদে পড়ে উল্টে গেছে। এতে ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন।
সোমবার ভোর রাতে কলারোয়া সরকারি কলেজ মাঠ সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কের ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার ওই ট্রাকটি বিপরীতমুখী আরেকটি ট্রাকের ধাক্কায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশের পুরো উল্টে যায়। ট্রাকটি (ঝিনাইদহ ট- ১১০৫০৯) সাতক্ষীরার ভোমরা থেকে গম নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলো।
দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার জানান, ‘ভোমরা থেকে ১৯ টন গম নিয়ে তারা কুষ্টিয়া যাওয়ার পথে কলারোয়া সরকারি কলেজের মাঠ সংলগ্ন মহাসড়কের কর্নারে পৌছুলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে তাদের গম বোঝাই ট্রাকের স্টিয়ারিং এর সাথে সামনের চাকার সংযোগ রড কেটে যায়। ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চাকা খুলে গিয়ে রাস্তার পাশের একটি খুপড়ি দোকান ঘেঁষে ভেঙ্গে ট্রাকের চাকা আকাশমুখি হয়ে খাদে উল্টে যায়। সেসময় তিনি ও ড্রাইভার সামান্য আহত হয়েছেন।’
স্থানীরা জাননা, ‘আল্লাহর রহমতে ড্রাইভার ও হেলপারের তেমন কিছু্ই হয়নি।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের প্রচেষ্ঠা চলছিলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন