সাতক্ষীরার কলারোয়া পৌর নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই
            
                     
                        
       		সাতক্ষীরার কলারোয়ায় আগামি ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি’র সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বামী-স্ত্রী।
মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সাময়িক বরখাস্তকৃত পৌর মেয়র ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আক্তারুল ইসলাম ও তার সহধর্মিণী নার্গিস সুলতানা মনোনয়নপত্র সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছেন। ইতোমধ্যে যাচাই বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়ন পত্র বৈধতা লাভ করেছে।
স্বামী-স্ত্রীর মনোনয়ন বৈধতা লাভ করার পর পৌরসভার কৌতুহলী ভোটারদের মধ্যে নানান গুঞ্জন জন্ম নিয়েছে। যদিও আগামি ১০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পৌরসভার বিভিন্ন এলাকার চায়ের দোকান, রেস্টুরেন্ট, কফিশপে উপস্থিত উৎসুক ভোটারদের মধ্যে একটাই আলোচ্য বিষয় স্বামী-স্ত্রীর প্রার্থী হওয়া নিয়ে। স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতার মাধ্যমে প্রার্থী হিসাবে মেয়র পদে একজন প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি উভয় প্রার্থী একই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন প্রশ্নে।
আক্তারুল ইসলামের স্ত্রী নার্গিস সুলতানা বলেন, ‘মামলা থাকায় স্বামীর প্রার্থিতা বাতিল হতে পারে এজন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। তবুও শেষ পর্যন্ত মাঠে থাকতে চাই।’
আক্তারুল ইসলাম জানান, ‘প্রয়োজনে উভয়ই মেয়র প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে স্ত্রীর প্রচারণায় অগ্রাধিকার রেখে নিজেকে সম্পৃক্ত রাখবো।’
তিনি আরো বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি স্বামী-স্ত্রী উভয় প্রার্থীও শেষ পর্যন্ত থাকি তাহলেও অন্য প্রার্থীদের চেয়ে আমরা এগিয়ে থাকবো।’  
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




