সাতক্ষীরার কলারোয়া সীমান্তে কোটি টাকার রুপা ও ঔষধ উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে কোটি টাকার বিপুল পরিমান রুপা ও ঔষধ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শুক্রবার সকালে ও বৃহষ্পতিবার রাতে উপজেলার কেঁড়াগাছি ও ভাদিয়ালী সীমান্তে পৃথক অভিযানে এগুলো উদ্ধার হয়। উদ্ধার হওয়া পণ্য চোরাপথে ভারত থেকে আসছিলো।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা, ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আওয়তাধীন কলারোয়ার কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের পাটয়ারী জানান, ‘শুক্রবার সকালে কেঁড়াগাছির সীমান্তরেখা সোনাই নদীর ধার থেকে হাবিলদার সিদ্দিকীর নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা ২৫ কেজি ৬০০ গ্রাম রুপা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৩ লাখ ৪১ হাজার টাকা।’
নায়েক সুবেদার আবু তাহের আরো জানান, ‘বৃহস্পতিবার রাতে তার নেতৃত্বে টহল চলাকালীন ভাদিয়ালি সীমান্ত থেকে থেকে ৫৫ লাখ ৬৪ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে় চোরাকারবারিরা পালিয়ে যায়।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন