সাতক্ষীরার কালিগঞ্জের কুখ্যাত ডাকাত বাহার আলী তরফদার গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/IMG_20210530_202142.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুখ্যাত ডাকাত বাহার আলী তরফদারকে গ্রেফতার করেছে সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাহার আলী তরফদার ওই গ্রামের জব্বার তরফদারের ছেলে এবং হত্যা, অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ তারিকুল ইসলাম ও মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার শংকরপুর গ্রামে অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র, ডাকাতি, বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি বাহার আলী তরফদারকে গ্রেফতার করেছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত বাহার আলীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
কালিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কৃষ্ণনগর চ্যাম্পিয়ন (পূর্বের সংবাদ)