সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন পশুর হাট পরিদর্শনে এসিল্যান্ড

সাতক্ষীরার কালিগঞ্জের কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী।

রবিবার (১৬ জুন) সকালে তিনি উপজেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শনের সময় হাটের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘আমার জানামতে উপজেলার কুশুলিয়া পশুরহাট সবচেয়ে বড় হাট। এ হাটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে উপজেলা প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছে।’

তিনি বলেন, ‘হাট কেন্দ্রিক কোনো ধরনের অভিযোগ থাকলে আপনারা নিকটস্থ থানায় অভিযোগ দিতে পারেন। তবে দ্রুত নিরাপত্তা সংক্রান্ত সেবার প্রয়োজন হলে আপনারা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করতে পারেন।’

পরিদর্শনকালে তিনি উপস্থিত সাংবাদিকদের পশুর হাটকেন্দ্রিক জেলা প্রশাসক কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।