সাতক্ষীরার কালিগঞ্জে অসহায়দের মাঝে সৌদি বাদশা প্রদত্ত খাদ্য বক্স বিতরণ

সৌদি বাদশা প্রদত্ত খাদ্য বক্স সাতক্ষীরার কালিগঞ্জে অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুন) সৌদি বাদশাহ সেবা সংস্থা কর্তৃক প্রদত্ত আলমানাহীল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর আর্থিক সহায়তায় উপজেলার সদ্য ঘূর্ণিঝড় ইয়াস’র ক্ষতিগ্রস্ত হাড়দ্দহা, বসন্তপুরসহ বিভিন্ন এলাকার ১০০০ পরিবারের মধ্যে খাদ্য বক্স বিতরণ কর হয়। প্রতিটি বক্সে ছিলো ১০ কেজি চাউল, ৭কেজি ডাল, ৩ কেজি তেল, ৩ কেজি চিনি ও ১ কেজি লবন।
উপজেলায় রতনপুর টুপদিয়া জমিরিয়া মাদ্রাসার উদ্যোগে এবং ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং টুপদিয়া জমিরিয়া মাদ্রাসায় খাদ্য বক্স বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফিরদাউস শিমুল।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু, এস এম আবু তাহের, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংবাদিক শিমুল ও সাংবাদিক মেহেদী হাসান, সৌদি বাদশা সেবা সংস্থা কর্তৃক প্রদত্ত আল মানাহীল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হজরত মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















