সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG_20230802_184023-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস’ পালন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজহার আলী, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নির্বাচন অফিসার অনুজ গাইন, থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এবাদ আলী, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সদস্য ফজলুল হক, রিপোর্টার্স ক্লাবের সদস্য হাবিবুল্লাহ বাহার প্রমুখ।
সভায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন