সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

“জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) কালিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে সকালে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা দেবেন্দ্রনাথ মন্ডল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ।
১০টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি কলেজ এ বিজ্ঞান সপ্তাহে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রজেক্টে অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞান প্রজেক্ট পরিদর্শন শেষে বলেন, আজকের ক্ষুদে বিজ্ঞানী আগামী দিনের ভবিষ্যৎ। এ ধারা অব্যাহত থাকলে তারা একদিন বিশ্ব জয় করবে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন