সাতক্ষীরার কালিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/10/436.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কালিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে মামুন-আর রশিদ (২৪) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
সে শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের হামিদ গাজীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২ টার দিকে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও উপ-পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
ওই সময়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ৮/১০ ডাকাত সদস্য ছুটে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ডাকাত গ্রুপের সদস্য মামুন আর রশিদকে আটক করা হয়।
তার কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল (সাতক্ষীরা-ল- ১১-৬০৩৯), একটি ওয়ান গিয়ার চাকু, একটি হাসুয়া ও একটি গ্রিল কাটার যন্ত্র জব্দ করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন