সাতক্ষীরার কালিগঞ্জে পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিআরডিবি ব্যবস্থাপনায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এস এমই ঋণ বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কালিগঞ্জ উপজেলা বিআরডিবি অফিসের আয়োজনে (১১ আগস্ট) বেলা ১২ টায় বিআরডিবির হলরুমে “এস এমই ঋণ নিন দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ এর আওতায় কালীগঞ্জ উপজেলা সমবায় সমিতির ২২ জন উদ্যোক্তাকে ৩৬ লক্ষ টাকা চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইকবাল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু ,বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা বিআরডিবি ইউসিসি সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, ভুক্তভোগী উদ্যোক্তা খালিদ হোসেন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন