সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার মৃত আমিন উদ্দীনের পুত্র বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলীর (৬৯) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে গার্ড অব অনার দেওয়ার পর নামাজে যানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম সুজায়েত আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃতুকালে তিনি স্ত্রী, ৩পুত্র ও ১কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাতক্ষীরা পুলিশ লাইনের এস.আই সপন মুন্সির নেতৃত্বে একদল চৌকস পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্হলা আল-মামুন, কালিগঞ্জ থানার ওসির প্রতিনিধি উপ-পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম, প্রাক্তন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাসারাত হোসেন প্রমূখ।
নামাজে যানাজা পরিচালনা ও দাফনকালে দোয়া পরিচালনা করেন আলহাজ্জ হাফেজ শামসুল হুদা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন