সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়িকে ৭ দিনের কারাদন্ড
সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জুয়াড়িকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মনিরুল ইসলামের মৎস্য ঘের বাসায়।
সাজাপ্রাপ্ত জুয়াড়ীরা হলো, উপজেলার শিবপুর গ্রামের ফনিভূষণ মিস্ত্রির পুত্র শচীন মিস্ত্রি (৪০), আবুল কাশেমের পুত্র আনোয়ার হোসেন(৩০) এবং গোলাম রাব্বানীর পুত্র জাহাঙ্গীর আলম(২৫)।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আনুমানিক ভোর ৫ দিকে শিবপুর গ্রামের মনিরের মৎস্য ঘেরের বাসায় থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হানা দিয়ে তাশ, নগদ টাকাসহ ৩ জুয়াড়ীকে হাতেনাতে আটক করে।
পরে আটককৃত জুয়াড়িদের শুক্রবার সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আমাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন