সাতক্ষীরার কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাসহ উপজেলা মানব পাচার কমিটির অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাথে মানব পাচার প্রতিরোধ কল্পে অগ্রগতি সংস্থা ফিসটিপ প্রকল্পে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা ওসি (তদন্ত) এবাদ আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনসহ ১২ ইউনিয়নের চেয়ারম্যান, শুভ সরকারি বেসরকারি কর্মকর্তা সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের মতবিনিময় সহ উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা কমিটির সভা, করোনা প্রতিরোধ কমিটি, উপজেলা নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা ও এনজিও সমন্বয়ে এবং উপজেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন