সাতক্ষীরার কালিগঞ্জে লকডাউনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা

সাতক্ষীরার কালিগঞ্জে কঠোর লকডাউন চলাকালে ক্ষতিগ্রস্থ চায়ের দোকান মালিক ও ভ্যান চালকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নাজিমগঞ্জ বাজার, ফুলতলা মোড়, কালিগঞ্জ বাজার, নলতা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চায়ের দোকান মালিক, ভ্যান চালকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেণ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রবিউল ইসলাম।
সহায়তা হিসেবে শতাধিক ব্যক্তির মাঝে প্যাকেটভর্তি ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি লবন, ১কেজি চিনি, ৩কেজি সয়াবিন তেল, ১পিচ হ্যান্ড স্যানিটাইজার, ৩পিচ মাস্ক ও ১টি করে সাবান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মিলন বিশ্বাস সহ অন্যরা।
এদিকে, সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের ৯ম দিনে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রেখেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















