সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বেঁচে গেল দুই শিশু, মারা গেলেন মা
সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরতী দাস (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা ১৬ মাস ও পাঁচ বছর বয়সী দুই শিশু বেঁচে গেছেন। তবে স্বামী ও সন্তান আহত হয়েছেন।
রোববার (৯ মে) রাত ৮টায় কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিমাই দাসের স্ত্রী ও সাতক্ষীরা সদর থানার আলীপুর গ্রামের সুভাষ দাসের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরতী দাস তার বড় ছেলে আশিক দাস (৫) এবং ছোট ছেলে ১৬ মাস বয়সী আবির দাসকে সঙ্গে নিয়ে স্বামী নিমাই দাসের (৩২) সঙ্গে মোটরসাইকেলযোগে বাবার বাড়িতে যাচ্ছিলেন।
পথিমধ্যে কালিগঞ্জের নলতা প্যারামেডিকেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ওই গৃহবধূ কোলের বাচ্চাসহ রাস্তায় পড়ে গেলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আরতী দাশ।
এছাড়া স্বামী নিমাই দাস, বড় ছেলে আশিক দাস ও ছোট ছেলে আবির দাস গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের নলতা হাসপাতালে ভর্তি করে। তবে ঘাতক পিক-আপটিকে আটক করা সম্ভব হয়নি।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন