সাতক্ষীরার কালিগঞ্জে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২শ’ গ্রাম গাঁজাসহ ওসমান গনি (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত ওই মাদক ব্যবসায়ী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের শামসুর গাজীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই হাসান ও এএসআই জাফরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাসটার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, আটককৃত ওই মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।