সাতক্ষীরার কালিগঞ্জ যুব ক্লাব ও যুব সাংবাদিকদের সমন্বয় সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/IMG_20210826_212515.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কালিগঞ্জ যুব ক্লাবের সদস্য ও যুব সাংবাদিকদের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের আয়োজনে যুব ক্লাবেব সদস্য ও যুব সাংবাদিকদের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নবযাত্রা প্রকল্পের এএসএসও আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শেখ সাইফুল বারী সফু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের উপজেলা ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান,কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাস প্রেসক্লাবের সদস্য মাসুদ পারভেজ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের যুব সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সমন্বয় সভায় বক্তারা বলেন বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নবযাত্রা প্রকল্পের কার্যক্রম উপস্থাপন, বাল্যবিবাহ ও নারী প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের পদক্ষেপ ও শান্তিসমুহ, যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমসহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন