সাতক্ষীরার কৈখালীতে গৃহবিবাদের জেরে যুবকের আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মো. ইয়াসিন আলী (৩৮) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিনের প্রথম বিয়ে হয় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে। এই সংসারে এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তবে দাম্পত্য কলহের কারণে দুই বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করেন।
প্রথম স্ত্রীর সন্তানদের খরচ বহন করা নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই তার মনোমালিন্য হতো। ইয়াসিন পেশায় ভাটা শ্রমিক ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কয়েক মাস আগে তিনি ভাটায় কাজ করতে যান এবং গত ২৩ মার্চ বাড়ি ফেরেন। সেদিন রাতেই ছোট স্ত্রীর সঙ্গে আবারও কলহ হয়।
এক পর্যায়ে মোবাইল ফোনে স্ত্রীকে আত্মহত্যার কথা জানান ইয়াসিন। খবর পেয়ে স্ত্রী ও তার পরিবারের সদস্যরা ছুটে আসেন। প্রথমে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা তাকে বাধা দেন। পরে নদী সাঁতরে পার হয়ে কালিঞ্চী গ্রামের চরে গাছের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।
সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। শ্যামনগর থানার ওসি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন