সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচন: জমে উঠেছে ভোটযুদ্ধ

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচনকে ঘিরে বিভিন্ন ব্যবসায়িক প্রার্থীরা পুরো বাজার ও সংশ্লিষ্ট এলাকায় গণসংযোগ চালাচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন।

নির্বাচনে ১৬টি পদের বিপরীতে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে দপ্তর সম্পাদক পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

আগামী (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা বাজারের অলিগলি। এ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রয়েছেন অন্তর্বর্তী কালীন ঝাউডাঙ্গা বাজার কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ও সদস্য সচিব উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মজিদ।

সরেজমিনে ঘুরে বিভিন্ন প্রার্থী, সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সাতক্ষীরা তথা দক্ষিন বঙ্গের ভিতরে ঝাউডাঙ্গা বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত। এখানে রয়েছে প্রায় ১৩শত ব্যবসায়িক প্রতিষ্ঠান এর মধ্যে ভোটার সংখ্যা মোট ১২০২ জন। বাজারটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের গতি ধারা বাজার কমিটির ওপর নির্ভরশীল।

ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনের আহবায়ক অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান জানান আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনের লক্ষে সব ধরনের কাজ করে যাচ্ছি। আশা করি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব।