সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘একুশের চেতনা, হারিয়ে যেতে দেব না’ মহান একুশের এমনই প্রত্যয়োদ্দীপ্ত স্লোগানে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস।
এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, অস্থায়ী শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলামের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্কুলের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য রবিন্দ্র কর্মকার, সদস্য নজরউদ্দিন সরদার, আব্দুল হামিদ বাবু, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, ভানুবতী সরকার, হাফিজুল ইসলাম, গীতা রানী সাহা, অরুন কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, খালেদা খাতুন, আজহারুল ইসলাম, কনক চন্দ্র ঘোষ, মৃনাল বিশ্বাস, ভৈরব পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুন নাহার, আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষক-কর্মচারি পরিষদ, ছাত্রী সংসদ নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক এসএম শহীদুল ইসলাম।
দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক নজিবুল ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন