সাতক্ষীরার তালায় পুকুরে মিললো অস্ত্র
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/Satkhira-Arms-Recovare-pic-01.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার তালা উপজেলার পুকুরের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলা চত্বরের একটি পুকুর খননের সময় অস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটারগান উদ্ধার করে পুলিশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, বেশকিছু দিন ধরে উপজেলা চত্বরের পাশে একটি পুকুর খননের কাজ চলছিল। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে মাটি কাটার সময় কয়েকজন শ্রমিক একটি অস্ত্র সাদৃশ্য বস্তু দেখতে পেলে স্থানীয়রা ঘটনাটি থানায় জানায়। পরে পুকুর থেকে পরিত্যাক্ত অবস্থায় ওয়ান সুটারগানটি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, অস্ত্রটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন