সাতক্ষীরার তালায় বিএনপির মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার পাটকেলঘাটায় মতবিনিময় সভা করেছে বিএনপি। খুলনায় বিভাগীয় সভায় গৃহীত সিদ্ধান্তবলী বাস্তবায়নে সোমবার দুপুর ২টায় তালা উপজেলা বিএনপির আয়োজনে পাটকেলঘাটা আজিজ কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায় সভাপতিত্বে এ সভা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
উপজেলা বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আখতারুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।

সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে খুলনায় বিভাগীয় সভায় গৃহীত সিদ্ধান্তবলী অবহিত করা হয়।