সাতক্ষীরার তালায় বৃক্ষরোপন অভিযান আনসার ও ভিডিপির
সাতক্ষীরার তালায় আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে সংশ্লিষ্ট অফিস চত্বরে বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়।
এ সময় সদস্যদের মাঝে তিন শতাধিক বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপন উদ্বোধন ও চারা বিতরণ কর্মসূচির সভাপতিত্ব করেন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মিয়াজান আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা শিরিনা খাতুন, উপজেলা কোম্পানী কমান্ডার গফুর সরদার, মহিলা আনসার প্লাটুন কমান্ডারসহ তালা উপজেলার ১২টি ইউনিয়নের দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন