সাতক্ষীরার তালায় স্ত্রীকে কু/পি/য়ে জ/খ/ম, স্বামী আ/ট/ক

সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জের ধরে ব্রাকের মাঠ সংগঠক তৃষা আক্তারকে (৩১) কুপিয়ে জখম করেছে তার স্বামী।
ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগস্ট) সকালে উপজেলা জেঠুয়া বাজার এলাকায়।
অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) মোংলার হাট নতুন ঘোষগাতি এলাকায় মৃত আ. সালাম ফকিরের ছেলে। আহত স্ত্রী জেঠুয়া ব্রাক মাঠ সংগঠক হিসেবে কর্মরত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তৃষা আক্তার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাঠ সংগঠক হিসেবে কাজ করে আসছেন। তারা স্বামী-স্ত্রী জেঠুয়া বাজারের পাশে একটি ভাড়ার বাসায় থাকেন। তাদের সংসারে বেশকিছু দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। সেই সূত্র ধরে, শনিবার সকালে মফিজুল তার স্ত্রীকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এরপর স্থানীয় মানুষ গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত তৃষা আক্তার খুলনা খালিশপুর এলাকার আ. করিমের মেয়ে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে।