প্রতারণা
সাতক্ষীরার তালায় আসল এনএসআই’র হাতে ভুয়া এনএসআই আটক
সাতক্ষীরার তালায় ভুয়া পরিচয়দানকারি এনএসআই কর্মকর্তা আটক হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) সকালে তালা উপজেলার সুজনসাহা এলাকায় প্রতারণার সময় সাতক্ষীরা এনএসআই তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আরশাফ আলী মোড়লের ছেলে মুজাহিদুল ইসলাম (৩২)। তার বিরুদ্ধে চাকরি, বাড়ী, হজে পাঠানোর কথা বলে বিভিন্ন ভাবে প্রতারণা করে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা এনএসআই অফিস সুত্রে জানা গেছে, প্রতারক মুজাহিদুল ইসলাম একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে লোভে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তার ব্যবহৃত মোবাইল থেকে অনেক গোপন তথ্য পাওয়া গেছে বলে সুত্রটি জানায়।
তবে তদন্তের স্বার্থে সেটি জানাতে অস্বীকার করেন ওই অফিস কর্মকর্তা।
উপজেলার ইসলামকাটি গ্রামের নিছার আলী সরদারের ছেলে আলতাফ হোসেন (৪০) জানান, ‘এনএসআই পরিচয় দিয়ে প্রায় এক বছর ধরে চাকরী, বাড়ী করে দেওয়া, বিদেশ পাঠানো এবং হজে পাঠানোর কথা বলে আমি, আমার ভাই শাহিনুর ও ইসলামকাটি গ্রামের দেলবার আলীর ছেলে শফিকুল এর নিকট থেকে চার কিস্তিতে ১৩ লাখ টাকা ওই ব্যক্তি। এছাড়া ডুমুরিয়া এলাকার রোস্তম মোল্র্যার ছেলে হালিম মোল্যা, ডুমুরিয়ার কুলবাড়িয়া গ্রামের গফুর শেখের ছেলে মোস্তফা কামাল, একই গ্রামের এজাহার আলীর ছেেেল গণি মোল্যা এই তিন জনের নিকট থেকে ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক মুজাহিদুল।’
এসময় ভুক্তভোগীরা প্রতারক মুজাহিদুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ‘তালার ইসলামকাটি এলাকা থেকে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে সে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার সকালে সুজনশাহা এলাকায় প্রতারণা করে টাকা নেওয়ার সময় এলাকাবাসির সহযোগীতায় সাতক্ষীরা এনএসআই তাকে আটক করে তালা থানা পুলিশে সোপর্দ করেন। পরে তাকে সাতক্ষীরা ডিবিতে হস্তানন্তর করা হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন