সাতক্ষীরার তালায় ট্রাকের চাপায় নিহত ১

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মদনপুর এলাকায় ট্রাক চাপায় আব্দুর সালাম সরদার (৪০) নিহত হয়েছে।
নিহত আব্দুর সালাম উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের মৃত্যু রহিম বক্স এর ছেলে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকাটি (যার নম্বর সাতক্ষীরা-ট-১১-০২২৯) পাল্টি খেয়ে পড়ে থাকলেও এর চালক ও হেলপার পালিয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাইওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















