সাতক্ষীরার দেবহাটায় মানসিক স্বাস্থ্য বিষয়ক শেয়ারিং সভা
সাতক্ষীরার দেবহাটায় মানসিক স্বাস্থ্য সেবা সাপোর্ট প্রকল্প (এসএমএইচপিএসএস) এর শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএমএইচপিএসএস আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সাখওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল, কো-অডিনেটর আফরোজা আক্তার, সাইক্লোজিস্ট সুপারভাইজার রুমানা রফিক, উপজেলা ম্যানেজার আবু এমরান, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষ, আশার আলো’র প্রকল্প সুপারভাইজার শেখ ইকবাল হোসেন, ৫টি ইউনিয়নের কমিউিনিটি কাউন্সিলারগন উপস্থিত ছিলেন।
সভায় সব বয়সী নারী-পুরুষের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সিলিং করার পাশাপাশি সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় তুলে ধরা হয়। এছাড়া মানসিক চিন্তায় ভূক্তভোগীদের জন্য থাকবে কাউন্সিলিং ব্যবস্থা। সেই সাথে সঠিক উপায় নির্ণয় এবং রেফার্ড ব্যবস্থা করা হবে বলেও জানানো হয় সভায়।
এছাড়া উপজেলা ৫টি ইউনিয়নে একজন করে প্রশিক্ষিত কমিউনিটি কাউন্সিলার থাকবেন তারা সরাসরি মাঠ পর্যায়ে এ সকল কাজ বাস্তবায়ন করবেন বলে জানানো হয়।
এতে মানসিক চাপমুক্ত রাখতে সহায়তা করবে। সেই সাথে আত্মহননের মত কর্মকান্ড কমে আসবে বলে আশা রাখা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন