সাতক্ষীরার দেবহাটায় উগ্রবাদ প্রতিরোধে সংলাপ
দেবহাটায় উগ্রবাদ প্রতিরোধে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও পিসক্লাব সদস্যদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রণালয়ের তত্বাবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপস্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ত করন) প্রকল্পের আওতায় সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে স্বাস্থ্যবিধি মেনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পিস কনসোর্টিয়াম প্রকল্পের প্রকল্প পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু, প্রজেক্ট কো-অডিনেটর গোলাম কিবরিয়া প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রূপান্তরের প্রতিনিধি তহিদুজ্জামান (তহিদ)।
অনুষ্ঠানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, পিসক্লাবের সদস্য যুব-তরূণ সহ মোট ৩০ জন অংশ নেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন