সাতক্ষীরার দেবহাটা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দেবহাটায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা একাডেমিক এবং চারতলা প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল ৪টায় উপজেলার পারুলিয়া এ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।
অনলাইন ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) আবুল হাসান, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ, জেলা বিএনপি’র সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) বাস্তবায়নে এ কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন