সাতক্ষীরার দেবহাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের আত্মহত্যা!

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় প্রসাবের জ্বালা সহ্য না করতে পেরে মোহাম্মাদ আলী (৭০) নামে এক বৃদ্ধ রোগী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৭ মে) ভোর সাড়ে ৪টায় স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমের পাশে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
মোহাম্মাদ আলী উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ জানান, মোহাম্মাদ আলী গত বুধবার (৫ মে) প্রসাবের ইনফেকশন জনিত জ্বালাপোড়া নিয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শুক্রবার ভোরে বাথরুমের পাশের গ্রিলের সঙ্গে গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে আত্মহত্যা করেন তিনি। ভর্তির পর আমি নিজেও তাকে দেখেছি। তার চিকিৎসার কোনো ঘাটতি ছিল না।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















