সাতক্ষীরার পদ্মপুকুরে জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) আসরের নামাজের পর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় স্থানে জমায়েত হন।
বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। এতে অংশ নেন জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল। তিনি বলেন, “গণতান্ত্রিক রাজনীতির পরিবেশকে দমন করার জন্য একশ্রেণির চক্রান্তকারীরা নানা অপতৎপরতায় লিপ্ত। কিন্তু এসব ষড়যন্ত্র কখনোই সফল হবে না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, “একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সংগঠনের কার্যালয়ে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে একটি ভয়াবহ বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি শুধু রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন নয়, এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।”
তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা প্রদান ও হামলা চালানো গণতান্ত্রিক মূল্যবোধ পরিপন্থী। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এদিকে এই হামলার ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা পরিস্থিতির দ্রুত সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন