সাতক্ষীরার বুড়িগোয়ালিনীর প্লাবিত এলাকায় খাদ্য সহায়তা দিলেন ড. কাজী এরতেজা হাসান
সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীর জোয়ারের প্লাবিত হওয়া বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটির ক্ষতিগ্রস্ত এলাকায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটি সদস্য, দৈনিক ভোরের পাতা, ডেইলি পিপলস্ টাইম এর সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআই এর পরিচালক ড. কাজী এরতেজা হাসান।
তিনি মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ২টায় বুড়িগোয়ালিনীর দূর্গাবাটি সাইক্লোন শেল্টার (পুরাতন ভবন) প্রাঙ্গণে জরুরি খাদ্য সহায়তা করেন।
এসময় ড. কাজী এরতেজা হাসান বলেন , বন্যাকবলিত মানুষের পাশে সবসময় শেখ হাসিনা থাকেন। এজন্য তাকে বলা হয় বাংলার জননী। তিনি মানুষের দুঃখ-কষ্ট বোঝেন। বাংলার মানুষকে ভালোবাসেন। আমি আজ শেখ হাসিনা আপার পক্ষে আপনাদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। আপা আপনাদের স্থায়ী বেড়িবাদ করার জন্য ১১’শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
তিনি বলেন, এর আগে সুনামগঞ্জ-সিলেটে যখন ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়ে মানুষ পানিবন্দী হয়ে পড়ে তখন সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ ও সিলেটে ছুটে যায়। তিনি বন্যার্ত মানুষের পাশে আছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে তিনি সহযোগিতা করবেন।
বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরীফুল ইসলাম খাঁন বাবু, সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর সরঃ মহসীন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, উপজেলা যুবলীগের সদস্য জি.এস মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বি.এম পারভেজ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি জি.এম আলিমুজ্জামান আলিম, যুবলীগ নেতা আব্দুল করিম তুফান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন তাঁতীলীগের দপ্তর সম্পাদক গোলাম হাবীব শাহীন, প্রচার সম্পাদক মহিউদ্দিন হোসেন সাদ্দাম প্রমুখ। পরে নেতৃবৃন্দ প্লাবিত বেড়িবাঁধ পরিদর্শন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন