সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নির্বাচনে ১২ পদে ১৩টি মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ (রেজিঃ ৮৬/সাত) এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ উপলক্ষে ১২টি পদে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ মুর্শিদ আলম, সদস্য সুদেব বিশ্বাস এবং মো. জাফর ইকবাল জানিয়েছেন, এই নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন, সভাপতি পদে: মোঃ লুৎফর রহমান মন্টু, সহ-সভাপতি পদে: আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে: জয়নাল আবেদিন কিরন, সহ-সাধারণ সম্পাদক পদে: কুতুব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে: মোঃ গোলাম রসুল, কোষাধ্যক্ষ পদে: মোঃ মফিজুর রহমান ও মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে: ফিরোজ হোসেন, সদস্য পদে: রবিউল ইসলাম, কামরুল ইসলাম, বাবলু ইসলাম, মোঃ শাহাজান, আশিক ইকবাল রাসেল।

নির্বাচনী তপশীল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ: ৬ জানুয়ারি ২০২৫ (সকাল ১০টা থেকে দুপুর ২টা), মনোনয়নপত্র দাখিল: ৯ জানুয়ারি ২০২৫ (সকাল ১০টা থেকে দুপুর ২টা), মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, আপিল দাখিল: ১২-১৩ জানুয়ারি ২০২৫, আপিল শুনানি ও সিদ্ধান্ত প্রদান: ১৪-১৬ জানুয়ারি ২০২৫, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, প্রার্থীপদ প্রত্যাহার: ১৯ জানুয়ারি ২০২৫, প্রতীক বরাদ্দ: ২০ জানুয়ারি ২০২৫, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা: ২ ফেব্রুয়ারি ২০২৫ (সকাল ১০টা থেকে বিকেল ৩টা)।

ভোটগ্রহণের দিন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির প্রাঙ্গণে ভোটাররা তাদের ভোট প্রদান করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।