সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে উন্নয়ন সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২ নম্বর কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাটি আয়োজিত হয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ওয়াটারএইড বাংলাদেশ, সুইসকন্টাক্ট বাংলাদেশ, সুইজারল্যান্ড ও রূপান্তর এর যৌথ সহযোগিতায়। এতে সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার ফারুক।

সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল ইউনিয়নের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা। অংশগ্রহণকারীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান কবির, ইউনিয়নের সকল ইউপি সদস্য এবং ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন রূপান্তর এর প্রতিনিধি শহীদ হাসান নয়ন ও মো. শোকর আলী। সভার সমাপ্তিতে উপস্থিত সকলে ইউনিয়নের টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।