সাতক্ষীরার শ্যামনগরে ইসলামী যুব আন্দোলন সভাপতির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতক্ষীরার শ্যামনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে উপজেলার গুমানতলী (খাগড়াঘাট) গ্রামের নিজ বাড়িতে ইঞ্জিনিয়ার ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের উপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। হঠাৎ এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়।
লিখিত বক্তব্যে নুরুল হুদা বলেন, “এটি কেবল একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং মানবাধিকার, আইনের শাসন ও সমাজের শান্তি-শৃঙ্খলার উপর জঘন্য আঘাত।” তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যদি দ্রুত দমন করা না হয় তবে সমাজে অরাজকতা ছড়িয়ে পড়বে এবং সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদানের আহ্বান জানান নেতৃবৃন্দ। এছাড়া এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ঐক্যবদ্ধভাবে এ ঘটনার তীব্র নিন্দা জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




