সাতক্ষীরার শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক দেশ জনতা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় পত্রিকার উপজেলা কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ জনতার শ্যামনগর উপজেলা প্রতিবেদক এবিএম কাইয়ুম রাজ। প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আবু কওছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি প্রভাষক হুসাইন বিন আফতাব, অনলাইন নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক ওয়ালিউল্লাহ, সাংবাদিক আবু রায়হানসহ স্থানীয় সংবাদকর্মীরা।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দৈনিক দেশ জনতা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও পাঠকবান্ধব সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। প্রান্তিক মানুষের কথা তুলে ধরতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও দেশ জনতা সাহসী, দায়িত্বশীল ও উন্নয়নমুখী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা দেশ জনতার সাফল্য ও দীর্ঘ পথচলার কামনা করে কেক কাটেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল www.deshjantabd.com দেশের সর্বশেষ খবর, রাজনীতি, সমাজ, শিক্ষা, বিনোদনসহ বিভিন্ন বিষয়ে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করে আসছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















