সাতক্ষীরার শ্যামনগরে দোকান ঘরের জমি দখলের অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ হাজিপুর গ্রামের নুরনগর বাজার সংলগ্ন এলাকায় একটি দোকান ঘরের জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আসাদুল ইসলামের দাবি, তিনি হাজিপুর মৌজার ৪১৬ নম্বর খতিয়ানের ৮৭৯ দাগে কোবলা মূলে দেড় শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন।

সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগ নেতা মফেজ ঢালী ও তার ছেলে খোকন ঢালীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, তারা পরিকল্পিতভাবে দোকান ঘরের পেছনের পিলারের আশপাশ থেকে মাটি কেটে নিচ্ছেন, যার ফলে দোকানে ফাটল দেখা দিয়েছে। এতে যে কোনো সময় দোকানটি পাশের পুকুরে পড়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

বিষয়টি নিয়ে গত ১৮ মে স্থানীয়ভাবে একটি মাপ জরিপ অনুষ্ঠিত হয়। আমিন আব্দুর রশিদসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি জরিপে অংশ নেন এবং সেখানে আসাদুলের জমির মধ্যে প্রায় এক ফুট জমি মফেজ ঢালীর পড়ে থাকার বিষয়টি চিহ্নিত হয়।

এ ঘটনার জেরে দোকান মালিক আসাদুলের পিতা মোশারফ ঢালীকে মারধরের অভিযোগও উঠেছে মফেজ ঢালী ও তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে মোশারফ ঢালী স্থানীয় প্রশাসনের কাছে বিচার দাবি করে যাচ্ছেন। তবে অভিযুক্ত মফেজ ঢালীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।