সাতক্ষীরার শ্যামনগরে নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণ
সাতক্ষীরার শ্যামনগরে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সাতক্ষীরা সড়ক বিভাগের উদ্যোগে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল চালক ও যাত্রীদের মধ্যে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রাফিউজ্জামান রাফি। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী গৌরপদ মণ্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামালসহ স্থানীয় সাংবাদিক ও সমাজকর্মীরা।
বক্তারা বলেন, সড়কে চলাচলের সময় হেলমেট পরিধান ও নির্ধারিত গতিসীমা মেনে চললে দুর্ঘটনা এবং প্রাণহানি অনেকাংশে কমে যাবে। তারা আরও বলেন, মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী।
অনুষ্ঠান শেষে উপস্থিত মোটরসাইকেল চালক ও যাত্রীদের মাঝে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




