সাতক্ষীরার শ্যামনগরে নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণ

সাতক্ষীরার শ্যামনগরে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সাতক্ষীরা সড়ক বিভাগের উদ্যোগে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল চালক ও যাত্রীদের মধ্যে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রাফিউজ্জামান রাফি। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী গৌরপদ মণ্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামালসহ স্থানীয় সাংবাদিক ও সমাজকর্মীরা।

বক্তারা বলেন, সড়কে চলাচলের সময় হেলমেট পরিধান ও নির্ধারিত গতিসীমা মেনে চললে দুর্ঘটনা এবং প্রাণহানি অনেকাংশে কমে যাবে। তারা আরও বলেন, মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী।

অনুষ্ঠান শেষে উপস্থিত মোটরসাইকেল চালক ও যাত্রীদের মাঝে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।