সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দখলমুক্তে ইউএনওর অভিযান

সাতক্ষীরার শ্যামনগরে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনি খাতুন।

উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্যস্ত এই সড়কটি দীর্ঘদিন ধরে বিভিন্ন খুচরা দোকান ও অবৈধ স্থাপনার দখলে ছিল। ব্যবসায়ীরা ফুটপাত ও সড়কের বড় অংশ জুড়ে দোকান বসিয়ে রাখায় পথচারী এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়তেন। দীর্ঘদিন ধরে এ নিয়ে অভিযোগ ওঠার পর অবশেষে প্রশাসন দখলমুক্ত করতে উদ্যোগ নেয়।

অভিযান চলাকালে ইউএনও রনি খাতুন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “শ্যামনগরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দখল করে ব্যবসা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, রোগীরা হাসপাতালে যেতে গিয়ে ভোগান্তির শিকার হন। তাই অবৈধ স্থাপনা এখনই নিজ উদ্যোগে সরিয়ে নিতে হবে, অন্যথায় ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, শুধু শহীদ মুক্তিযোদ্ধা সড়ক নয়, উপজেলার মেইন রোডসহ যেসব স্থানে ইট, বালু, কাঠ বা অন্যান্য সামগ্রী রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শৃঙ্খলাবদ্ধ ও দখলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের আশা, এ ধরনের অভিযান নিয়মিত চালানো হলে শ্যামনগরের সড়কগুলো দখলমুক্ত ও নির্বিঘ্ন চলাচলের উপযোগী হবে।