সাতক্ষীরার শ্যামনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক মর্মস্পর্শী ঘটনায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুজিবুর রহমান মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলা সদরের চন্ডিপুর গ্রামে। অভিযুক্ত মুজিবুর রহমান মোল্লা ওই এলাকার কদমতলা পাড়ার বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে শিশুটি বাড়ির পাশের একটি ফিল্টার থেকে পানি আনতে গেলে মুজিবুর রহমান তাকে একা পেয়ে ফাঁদে ফেলেন। তিনি শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং মুজিবুর রহমানকে আটক করে তীব্র গণপিটুনি দেন। পরে তাকে শ্যামনগর থানার হেফাজতে দেওয়া হয়।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আমরা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা নেব। শিশুটির পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মুজিবুর রহমান পূর্বে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে ধারণা করা হয়। শিশুটির পরিবার থানায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন