সাতক্ষীরার শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গতকাল (২২ মে) বৃহস্পতিবার শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে কলেজের এডহক কমিটির সদস্য এবং শিক্ষক-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক কাউন্সিল কক্ষে আয়োজিত এ সভায় শিক্ষা, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গাজী নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, ১০৮ সাতক্ষীরা-৪। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নারী শিক্ষা বিকাশে আতরজান মহিলা মহাবিদ্যালয় একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই প্রতিষ্ঠানের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক আব্দুল জলিল, সদস্য শুরা ও কর্ম পরিষদ, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামি; জনাব মাস্টার রেজাউল ইসলাম, সহকারী সেক্রেটারী, জামায়াতে ইসলামি, শ্যামনগর উপজেলা; জনাব হারুন-অর-রশীদ (সাচ্চু), আমীর, জামায়াতে ইসলামি, শ্যামনগর পৌরসভা এবং জনাব মাগফুরুজ্জামান মুকুল, সভাপতি, ৬নং ওয়ার্ড, জামায়াতে ইসলামি, শ্যামনগর পৌরসভা।
সভায় আরও উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও এডহক কমিটির সদস্য জনাব এস.এম. আফজলুল হক।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব জি.এম. আমির হোসেন। তিনি বলেন, “আতরজান মহিলা মহাবিদ্যালয় শুধু শিক্ষার আলো নয়, নৈতিকতা, মূল্যবোধ এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মানবেন্দ্র দেবনাথ।
সভায় বক্তারা কলেজের সার্বিক অগ্রগতি, শিক্ষক-শিক্ষার্থী কল্যাণ, অবকাঠামো উন্নয়ন এবং নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে গুরুত্বারোপ করেন। সভাটি ছিল আন্তরিক, প্রাণবন্ত এবং শিক্ষার প্রতি প্রত্যেকের দায়বদ্ধতা পুনঃনিশ্চিত করার এক অনন্য উদাহরণ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন