সাতক্ষীরার সরকারি মহিলা কলেজের সামনে পুরাতন যানবাহন অপসারণে মোবাইল কোর্ট

সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় পুরাতন যানবাহন অপসারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। রবিবার (২৭ জুলাই) সাতক্ষীরা শহরের অদূরে সরকারি মহিলা কলেজের সামনে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২০ বছরের অধিক পুরাতন একটি মিনিবাস (বগুড়া- ব-৪৮০৩) আটক এবং কাগজপত্র হালনাগাদ না থাকায় একটি ট্রাকের বিরুদ্ধে দুইটি মামলায় ২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন ও বিআরটিএর সমন্বয়ে পরিচালিত এই মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। অভিযানের সময় দেখা যায়, অনেক যানবাহনের কাগজপত্র হালনাগাদ নয় এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই।
এ বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, ‘বিআরটিএ সদর কার্যালয়ের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় এই অভিযান চলছে।’ তিনি আরও জানান যে, এ ধরনের অভিযান চলমান থাকবে যাতে সড়ক দুর্ঘটনা হ্রাস পায় এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে।
বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের পদক্ষেপ সড়ক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ দূষণ রোধেও সহায়ক হবে, কারণ পুরাতন যানবাহন অধিক পরিমাণে ধোঁয়া নির্গত করে পরিবেশ দূষণ ঘটায়। এছাড়াও, এই উদ্যোগ যানবাহন মালিকদের তাদের কাগজপত্র হালনাগাদ রাখতে এবং আইন মেনে চলতে উৎসাহিত করবে।
সাতক্ষীরায় এই অভিযানের ফলে স্থানীয় জনগণের মধ্যে একটি সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান সারা দেশে চলমান থাকলে সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা যায়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন