সাতক্ষীরায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক
সাতক্ষীরায় র্যাব-৬, সিপিসি-১ এর অভিযানে ৭৭৫ পিচ ইয়াবাসহ এক ভারতীয় নাগরিক আটক হয়েছে।
আটক ভারতীয় নাগরিকের নাম আব্দুল আলিম মন্ডল (২৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উওর চব্বিশ পরগনা জেলার বশিরহাট থানার ইটিন্ডা মুকুন্দকাটি গ্রামের আব্দুল হামিদ মন্ডলের ছেলে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার নবাতকাটি গ্রামস্থ জনৈক মাসুম বিল্লাহর বাড়ির সামনে সাতক্ষীরা-ভোমরা গামী পাকা রাস্তার উপর হতে তাকে আটক করে র্যাব সদস্যরা।
এসময় তার কাছ থেকে ৭৭৫ পিচ ইয়াবা, ১টি মোবাইল, ১টি সিমকার্ড, নগদ ৫০ (পঞ্চাশ) ভারতীয় রুপি, ভারতীয় পরিচয়পত্রের ফটোকপি-১টি, আধার কার্ড-১টি ও ১টি প্যান কার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর সিনিয়র এএসপি মো: বজলুর রশীদ জানান, তারই নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৭৭৫ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আব্দুল আলিম মন্ডল (২৩)কে আটক করেন। পরে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১০(ক) ধারা এবং ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১)(ক) ধারা মোতাবেক পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়। যার মামলা নং-১৬, ১৭, তারিখ ৮-১২-২০২০ খ্রি.।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন