সাতক্ষীরায় কমিউনিটি ক্লিনিকে ওষুধ ছিনতাইকালে বাঁধা দেয়ায় স্বাস্থ্য সহকারিকে কুপিয়েছে দুর্বৃত্তরা
সাতক্ষীরায় কমিউনিটি ক্লিনিকে ওষুধ ছিনতাইকালে বাঁধা দেয়ায় কামরুল ইসলাম নামের এক স্বাস্থ্য সহকারিকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত কামরুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় বেলাল হোসেন নামের এক যুবককে আটক করেছে।
আহত স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের সাংবাদিক নজরুল ইসলামের ছেলে।
আর আটককৃত যুবক বেলাল হোসেন পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের বাসিন্দা।
তালা হেলথ এ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন জানান, যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সূবর্ণা বিশ্বাস। তিনি মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তার পরিবর্তে দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম। সকালে স্থানীয় বাসিন্দা বেলাল হোসেনের নেতৃত্বে ৪/৫ সন্ত্রাসী ক্লিনিক থেকে ওষুধ ছিনতাইয়ের চেষ্টা চালায়। কামরুল ইসলাম বাঁধা দিলে তাকে দাঁ দিয়ে মাথায়, হাতে ও বুকে কুপিয়ে গুরুতর আহত করে।
গুরুতর আহত কামরুল ইসলামকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফয়সল আহমেদ জানান, কামরুল ইসলামের মাথায় ও হাতে কয়েকটি সেলাই দেয়া হয়েছে। তবে এখন তিনি আশঙ্কামুক্ত।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, হামলার ঘটনায় জড়িত বেলাল হোসেনকে আটক করা হয়েছে। বাকী জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, বেলাল হোসেন সিএইচসিপি সুবর্ণা বিশ্বাসকে বিরক্ত-উত্যক্ত করত। সুবর্ণা থানায় জিডিও করেছিল। সব বিষয়কে মাথায় রেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন